
মেঘনার তীর
কলমেঃ-মোজেজাতুল ফাতেহা
আমার খুব ইচ্ছে করে
রোজ একবার যেতে
মেঘনা নদীর তরিটাতে,
মেঘনা নদীর সিগ্ধতা
আমার ভালো লাগে তা
নদী দেখার ইচ্ছে আমার
এজীবনে ফুরাবে না,
আমার বাড়ির পাশে
মেঘনা নদীর তীর আছে
মনটা আমার সেখানে
চাইতে যেতে ছুটে
রোজ একবার করে,