ঢাকাশুক্রবার , ১ মার্চ ২০২৪

খুলনার দাকোপে বসন্ত আসবে প্রাণের মেলায় অনুষ্ঠিত হবে ২ মার্চ শনিবার

স্বপন কুমার রায়
মার্চ ১, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দাকোপে উপজেলা প্রশাসন ওশিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ চত্তরে (২ মার্চ) শনিবার দুপুর তিনটা থেকে মধ্যরাত পযন্ত বসন্ত আসবে প্রাণের মেলায় অনুষ্ঠিত হবে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে
জানাযায় সূত্রে জানাযায়, আগামী ২ মার্চ শনিবার বিকাল থেকে মধ্যরাত পযন্ত এ মেলায় থাকবে বাহারি রকমের পিঠা,হস্ত ও কুটির শিল্প প্রদর্শনী ,নাগরদোলা ও চরকি।এ ছাড়া ঢাকা ও খুলনা থেকে আগত খ্যাতিমান শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব
চক্রবর্তী বলেন, ফাল্গুন আমাদের বাঙালিপনার ঐতিহ্য।এই ফাল্গুনকে নিয়ে বাঙালির কত কবিতা রয়েছে তার কোনো শেষ নেই।বসন্তকালে নতুন কিছু আসে সবার জীবনে।আর বসন্ত মানে আনন্দ।বর্তমানে গ্রাম বাংলার কৃষ্টিকালচার প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে এসব এখন স্বপ্নের মতো। তাই আগামী প্রজন্মকে জানাতে ও জানতে এ উৎসব বা মেলার আয়োজন করা হয়েছে।ফাগুনের এমন দিনে প্রকৃতি সাজবে তার নতুর রূপে। গাছে গাছে ফুল ফুটুক আর নাই-বা ফুটুক, বসন্ত তার নিজ রূপ মেলে ধরবেই। ফাগুনের আগুনে, মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হবে। এছাড়া আবহমান বাংলার সংস্কৃতির মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিচালনা সহজ থাকায় সকলকে এসব মেলার আয়োজনের আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী।