ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪

চাঁদপুর-হাইমচরে মেঘনা একতা যুব সমাজ কল‍্যাণ সংস্থা’র পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ প্যাকেজ বিতরণ করা হয়।

মোঃ সিয়াম হোসেন পাটওয়ারী
মার্চ ১৯, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ সিয়াম হোসেন পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি।

 

মানুষ মানুষের জন্য, তবেই জীবন হবে ধন্য’ এ শ্লোগানকে সামনে রেখে আর্তমানবতার সেবায় নিয়োজিত চাঁদপুর হাইমচরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থা’র’ এর পক্ষ থেকে প্রায় শতাধিক গরীব, অসহায়, কর্মহীন ও দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ প্যাকেজ বিতরণ করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা- হোসাইন মিয়া ভুট্টো, উপদেষ্টা- আখন মোঃ মিজানুর রহমান ফাহিম, বোরহান উদ্দিন গাজী, জাহাঙ্গীর গাজী, হাজী মোঃ জাহাঙ্গীর হোসেন, মাহাফুজুর রহমান স্বপন এবং প্রতিষ্ঠাতা- কে এম ফরিদ হোসেন হৃদয়, আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক- আখন মোঃ ইসমাইল, আরিফুল ইসলাম মিজি, প্রতিষ্ঠাতা সদস‍্য- মোহাম্মদ মহিউদ্দিন পাটওয়ারী সাদ্দাম সহ সংগঠনের সবার আর্থিক সহযোগিতা ও সুপরামর্শে

সংগঠনের সভাপতি-মোঃ কামরুল ইসলাম বাবু পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক- মোঃ হাসান মিজি ও সহ-সভাপতি- মোঃ সাদ্দাম কবিরাজ এর যৌথ সঞ্চালনায় মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে সংগঠনের প্রধান কার্যালয়ে ইফতার সামগ্রী ও ঈদ প্যাকেজ বিতরণ করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দুবাই প্রবাসী ও সংগঠনের উপদেষ্টা- মোহাম্মদ ফারুকুল ইসলাম রানা

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রশাসনিক উপদেষ্টা-মোঃ মুজিবুর রহমান কবিরাজ, উপদেষ্টা- মোঃ আবুল বাশার বাবু কাজী, দাতা সদস্য- মোঃ সুমন খান, আজীবন সদস্য-মোঃ মমিন কবিরাজ সাংগঠনিক সম্পাদক মোঃ সিয়াম হোসেন পাটওয়ারী, রাজিব কবিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।