ঢাকাবুধবার , ২৩ নভেম্বর ২০২২

টিকে থাকতে আর্থিক সহায়তা চান কারুশিল্পের উদ্যোক্তারা

দৈনিক প্রথম বাংলাদেশ
নভেম্বর ২৩, ২০২২ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

সুতার দাম বেড়ে যাওয়ায় তাঁত, হস্ত ও কারুশিল্পে কাপড় ও পোশাক তৈরির ব্যয় বেড়েছে। অন্যদিকে করোনা এবং মূল্যস্ফীতির প্রভাবে পণ্য বিক্রি কমেছে। উদ্যোক্তাদের দাবি, এমন অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখার সক্ষমতা হারিয়ে ফেলেছে অনেক প্রতিষ্ঠান। ঝুঁকিতে থাকা এসব ব্যবসাকে টিকিয়ে রাখতে সরকারের নীতি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

বুধবার (২৩ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘স্ট্যান্ডিং কমিটি অন হ্যান্ডিক্র্যাফটস, হ্যান্ডলুম, কটেজ ইন্ডাস্ট্রিজ ও এথনিক অ্যান্ড ট্রাইবাল প্রোডাক্টস’ এর প্রথম সভায় এসব কথা উঠে আসে। যেখানে প্রান্তিক উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থ সহায়তা পেতে এফবিসিসিআইর সহযোগিতা চাওয়া হয়।