ঢাকাশুক্রবার , ১ মার্চ ২০২৪

দুপচাঁচিয়া দরবারে এ-চরদিয়া ওরস মাহফিলের মাঠ পরিদর্শন করেন ওসি দুপচাঁচিয়া।

এম আমিরুল ইসলাম
মার্চ ১, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

রাজশাহী বিভাগীয় প্রধান

দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর দরবার -এ চরদিয়ার ১ দিন ব্যাপী ওরস মাহফিল এর আশেক ভক্তদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহনের পুর্ব পরিকল্পনা ও মাদ্রসা মাঠ পরিদর্শন করেন ওসি দুপচাঁচিয়া সনাতন চন্দ্র সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তফাপুর খাদিজা খাতুন ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোস্তফাপুর দরবার শরীফের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি কে,এম খালেদ। আরো উপস্থিত ছিলেন
জনাব মাওলানা মোঃ রুহুল্লাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ অত্র মাদ্রাসা। মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম ভাইস প্রিন্সিপাল। প্রভাষক জনাব রফিকুল ইসলাম।
এম আমিরুল ইসলাম এলএলবি সভাপতি কেন্দ্রীয় মানবাধিকার সংস্থা দুপচাঁচিয়া শাখা।
মোহাম্মদ ইব্রাহিম প্রামানিক সদস্য চামরুল ইউ পি।মিনার হোসেন খন্দকার সভাপতি ওরস কমিটি।
মেহেদুল ইসলাম সহ দ্বায়ীত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গন।
মাহফিলের কার্যক্রম সম্পর্কে অভিহিত হওয়ার পরে মাঠ পরিদর্শন শেষে ওসি সনাতন সরকার জানান যে উক্ত দরবারের ভক্ত ও আশেকগণ নির্বিঘ্নে যেন তাদের ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর দুপচাঁচিয়া থানা টিম সর্বদা নিরাপত্তা প্রদানে প্রস্তুত থাকবে।