ঢাকাশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩

জানা গেল ঈদে মিলাদুন্নবীর তারিখ

মুহাম্মদ রাকিবুল হাসান আজিজি
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধ:

চাঁদ দেখা না যাওয়ায় রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় কোথাও চাঁদ দেখা যায়নি বলে জানানো হয়। এর ফলে ১৬ সেপ্টেম্বর সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রোববার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে। বাংলাদেশে এদিন সাধারণ ছুটি থাকে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমানমহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হযরত নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিষ্টাব্দের আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ জন্মগ্রহণ করেন।এবং দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) ওফাৎ গ্রহণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে সারা পৃথিবীর মুসলমানরা পালন করে থাকে।