ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩

শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

এসডি সোহেল রানা
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

স্টাফ রিপোর্টার,
‘‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীবরদী থানা পুলিশের উদ্যোগে ২০ শে সেপ্টেম্বর বুধবার প্রত্যন্ত অঞ্চলে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু প্রতিরোধের জন্য সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে
শ্রীবরদী উপজেলার কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা উন্নয়নে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

শ্রীবরদী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইয়ুম খান সিদ্দিকী’র সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ.ডি.এম শহিদুল ইসলাম, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফিরোজ খান নুন, গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ জলিল, গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আশিকুর রহমান, শেরপুর জেলা কৃষক লীগের সভাপতি জনাব মোঃ আব্দুল কাদির, কুড়িকাহনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ মোজাম্মেল হক প্রমুখ।
বিট পুলিশিং সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।