ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩

নন্দীগ্রামে মরহুম খয়রাত আলী আকন্দের স্বরণে শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান

রাজু আহমেদ
অক্টোবর ১৫, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামে মরহুম আলহাজ্ব খয়রাত আলী আকন্দের স্বরণে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক প্রাথমিক বৃত্তি ও ফলাফল প্রদান করা হয়েছে। রবিবার (১৫ই অক্টোবর) ধুন্দার হাইস্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ইঞ্জিনিয়ার ইফতিয়ার ইসানের সার্বিক সহযোগীতায় দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি ও ফলাফল প্রদান অনুষ্ঠিত হয়। ধুন্দার হাইস্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আফছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সরকারি শাহ্ সুলতান কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো: গোলাম রাব্বানী। বিশেষ অতিথীদের বক্তব্য রাখেন ১নং বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মতিউর রহমান মুসা, ধুন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমুতুল্লাহ, ধুন্দার হাইস্কুল এন্ড কলেজের সভাপতি মোজাম্মেল হক, নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজের প্রভাষক মেরাজ মোহাম্মাদ নবী উল ইসলাম, ধুন্দার হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ববিতা রানী রায় প্রমুখ। পরে ১০জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের কে সরকারি শাহ্ সুলতান কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো: গোলাম রাব্বানীর লিখিত ইংরেজী বই সার্টিফিকেট সম্মাননা স্বারক সহ নগদ অর্থ প্রদান করা হয়। উক্ত অনুষ্টানটি পরিচালনা করেন, ক্যামব্রিয়ান গ্লোবাল স্কুলের সহকারী শিক্ষক মানিক সরকার।