ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩

পটুয়াখালীর সাবেক ধর্ম মন্ত্রী শাহ জাহান মিয়ার মৃত্যু

আজিজুল
অক্টোবর ২১, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর ১আসনের বর্তমান এমপি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, গণমানুষের নেতা, এডভোকেট শাহজাহান মিয়া শনিবার ভোর ৬ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
পারিবারিক সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন, আজ ২১ অক্টোবর ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যুবরন করেন। বর্ষিয়ান এ রাজনীতিবিদ, গন মানুষের নেতা, ইউপি চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, এমপি, জেলা আওয়ামীলীগের দীর্ঘদিন সভাপতি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আজীবন মানুষের উপকার ও উন্নয়নের কাজ করে গেছেন, মৃত্যুতে স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি, নাত্নী, আত্মীয় স্বজন, অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন, তার প্রথম নামাজের জানাযা সংসদ ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা পটুয়াখালী জেলা শহরের শেখ রাসেল শিশু পার্কে ২১অক্টোবর রোববার বেলা ১১টায় জানাযা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে তাৎক্ষনিক ছুটে যান বঙ্গবন্ধু মেডিকেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, সাবেক সচিব, বর্তমান প্রধান তথ্য কমিশনার মোঃ আব্দুল মালেক সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, (পটুয়াখালী – ০১) আসনের এমপির মৃত্যুতে দুমকি প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক কে.এম আনোরুজ্জামান চুন্নু, দুমকি দলিল লেখক সমিতি, সিনিয়র নাগরিক সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।