ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

মনজু হোসেন
অক্টোবর ২৪, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের সদর উপজেলায় ধান খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সমিজ উদ্দীন (৫৩) নামে কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাতমেড়া ইউনিয়নের দশমাইল মুহুরীজোত (ওজোন স্টেশন) এলাকায় এ ঘটনাটি ঘটে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, নিহতের মরদেহ সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত কৃষক সমিজ উদ্দীনের বাড়ি ওই ইউনিয়নের মুহুরীজোত এলাকায়। তিনি ওই এলাকার জসির উদ্দীনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে নিহতের সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, সোমবার বিকেলে বাড়ির পাশে পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কের দশমাইল মুহুরীজোত (ওজোন স্টেশন) এলাকায় নিজের ধান ক্ষেত দেখতে যান সমিজ উদ্দীন। পরে ধান ক্ষেত দেখার এক পর্যায়ে কৃষক সমিজ উদ্দীন ওই এলাকায় নির্মানাধীন ওজোন স্টেশনের সীমানা প্রাচীরের পাশ দিয়ে ধানক্ষেতের আইল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তবে আইলের উপর দিয়ে যাওয়া ওজোন স্টেশনের কাজে ব্যবহৃত লিকেজ হয়ে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্টের শিকার হয়ে ধানক্ষেতেই মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা সদর থানা পুলিশে খবর দিলে রাতে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।