ঢাকাবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩

নড়াইলে ভুমি কর্মকর্তা কে বেধড়ক মারধরের অভিযোগ।

মোঃ আজিজুর বিশ্বাস
অক্টোবর ২৬, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!
   
                       

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ও শালনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইউনুস শেখ কে পূর্ব জমি জমা বিরোধের জের ধরে রাতের আঁধারে গাড়ি গতিরোধ করে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে উপজেলার শামুকখলা গ্রামের নয়ন খন্দকারের বিরুদ্ধে, আহত ইউনুস শেখ, পিতা মৃত তমিজ উদ্দিন শেখ,তিনি বর্তমান জয়পুর ইউনিয়নের বাসিন্দা, ২৫ অক্টোবর বুধবার রাত আনুমানিক ৯ টার দিকে অফিসের কাজ শেষ করে বাড়িতে আসার পথে কাঠালতলা নামক স্থানে আসলে গাড়ির গতি রোধ করে কিছু বুঝে ওঠার আগেই তাকে লোহার রড, পাইব,এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন নয়ন খন্দকার সহ অজ্ঞাত আরো ৩-৪ জন,

এ সময় তার অফিসের কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোটরসাইকেলটি তারা ভেঙ্গে ফেলেছে।

ইউনুস শেখ বলেন তাদের সাথে আমার জমি মজা নিয়ে একটু বিরোধ চলে আসছিল আর ওই বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ মিমাংসা হয়েছে। কিন্তু তারা জমি দখল করেই ছাড়বে এমনভাবে হুমকি ধামকি দিচ্ছিল আমাকে গতকাল আমি বাড়িতে আসার পথে আমার সাথে তারা এ ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে অভিযুক্ত নয়ন খন্দকারের মোবাইল ফোনে ফোন দিয়ে তাকে পাওয়া যায় নাই, এবিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আজগর আলী জানান বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং আইনগত ব্যবস্থা নিবেন। এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দীন জানান ঘটনাটি জানতে পেরেছি, লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭ /০১৭০৫১৯৩০৩০,