ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪

নওগাঁর কিশোরীকে মুন্না রানীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৬ পুলিশ আহত

উজ্জ্বল কুমার সরকার
এপ্রিল ৯, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে প্রেমের টানে প্রেমিকের বাড়িতে পালিয়ে যাওয়া কিশোরীকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৬ পুলিশ আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়াইল গ্রামে। জানা গেছে, কুড়াইল গ্রামের বলেন চন্দ্রের পুত্র হীরেন চন্দ্রে সাথে একই গ্রামের বিপ্লব চন্দ্রের কিশোরী কন্যা মুন্না রাণীর (১৩) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে গত বুধবার মুন্না রানী পালিয়ে গিয়ে প্রেমিক হিরোনের বাড়িতে ওঠে। মুন্না রাণীর পরিবার বিষয়টি পুলিশকে জানালে বৃহস্পতিবার রাতে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই লালন কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য প্রেমিক হিরোনের বাড়িতে যায়।
এসময় হিরোনের বাড়ির লোকজনের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে ওই গ্রামের প্রতাপের নেতৃত্বে একদল গ্রামবাসী পুলিশের উপর হামলা চালায়। গ্রামবাসীর হামলায় আত্মরক্ষার্থে মসজিদে আশ্রয় নিলেও সেখানে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের বেধড়ক মারপিট করে তাদেরকে মসজিদে আটকিয়ে রাখে।
এ হামলায় মাতাজীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই লালন কুমার দাস, পুলিশ সদস্য মাইনুল ইসলাম, তজারুদ হোসেন, শরিফুল ইসলাম, টুটুল হোসেন, রুবেল হোসেন। খবর পেয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আটকিয়ে রাখা পুলিশ সদস্যদের উদ্ধার করেন। আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।
নওগাঁ।