ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪

বগুড়ার শেরপুরে তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত।

আব্দুল কাইয়ুম
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

 

আব্দুল কাইয়ুম

(বগুড়া) প্রতিনিধিঃ-

বগুড়ার শেরপুরে একটি বেসরকারি কম্পানিতে তেলের কনটেইনার বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩ শ্রমিক। তাদের অবস্থাও খুবই আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১ টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা নামক স্থানে অবস্থিত মজুমদার রাইস ব্র্যান অয়েল

লিমিটেডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. ইমরান (৩১), মোহাম্মদ সাঈদ (৩৮), মো. রুবেল (৩১), মো. মনির (২৮)। তারা নীলফামারীর সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনির বাসিন্দা বলে জানান গেছে।

৪ জনের লাশ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান, ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক লালন হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাইস ব্রান তেলের একটি ট্যাংক মেরামতের কাজ করছিলেন ওই চার শ্রমিক। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ওই চার শ্রমিক আহত হন।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক একে একে চারজনকে মৃত ঘোষণা করেন।

ওসি রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।