ঢাকাশনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪

আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনালে ঢাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ‘জবি’

আব্দুল্লাহ আল রাকিব, জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!
   
                       

জবি প্রতিনিধি,

টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এর ফাইনালে ঢাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘জবি’। 

টিআইবি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এ মোট ৮৬টি বিতর্ক শেষে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল ।

জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি অংশগ্রহণ করেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ছিলেন, শারমিন সুলতানা নিশি, (রাষ্ট্রবিজ্ঞান১৩ ব্যাচ) মাঈন আল মুবাশ্বির, (আইন ১৪ ব্যাচ)

কিশোর সৌম্য, (নাট্যকলা ১৫ ব্যাচ)

চ্যাম্পিয়ন প্রাইজমানি হিসেবে ৫০,০০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও প্রতিযোগিতার সেরা বিতার্কিক মুবাশ্বিরকে ১০,০০০ টাকার চেক দেওয়া হয়েছে।