ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।

আব্দুল কাইয়ুম
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

 

আব্দুল কাইয়ুম

(বগুড়া) প্রতিনিধিঃ-

“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়

ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল ৯ টায় উপজেলার ফকির আব্দুর রহমান মিলনায়তনে বগুড়া জেলা পূর্ব শাখার উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা পূর্ব শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নুরুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনাব গোলাম রব্বানী। সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিনিধি এ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক, প্রধান উপদেষ্টা অধ্যাপক নাজিমউদ্দিন, শাহবন্দীগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, অফিস সম্পাদক সাখাওয়াত হোসেন। নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, ডা: নুরুল আমিন, তরিকুল ইসলাম সহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান আলোচক এ্যাডভোকেট আতিকুর রহমান তার বক্তব্য বলেন, বাংলাদেশের ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার শ্রমিকের প্রায় ৯৫% শ্রমিক তার কর্ম ক্ষেত্রে বৈষম্যের শিকার। এই বৈষম্যকে রোধ করার জন্য যার যার অবস্থান থেকে উদ্যোগ নেয়ার আহব্বান জানান।