ঢাকাবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩

নওগাঁর বিষ্ণুপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজা সহ হিরো নামে একজন আটক

Siam Hossen
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় থেকে দেড় কেজি গাঁজাসহ হারুন-অর-রশিদ ওরফে হিরো (৩৬) নামে এক ব্যাক্তিকে আটক করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। সোমবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলার বিষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গাঁজা সহ তাকে আটক করেন।আটককৃত হিরো ঐ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। ডিবির ওসি
হাসমত আলীর দিকনির্দেশনায় এস আই আবু সাইদ এর নেতৃত্বে এস আই শাহাবুদ্দিন সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার আটককৃত হিরোকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, আটককৃত হারুন-অর-রশিদ ওরফে হিরো দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকা থেকে মাদক গাঁজা এনে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এজন্য তাকে নজরদারিতে রাখা হয়েছিল। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের বিষ্ণপুর তার গ্রামের বাড়ির উঠান থেকে তাকে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ১৪/২/২৩
নওগাঁ।