ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩

লালপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!
   
                       

 

মোঃ শরিফুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ২ নং ঈশ্বরদী ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) ২নং ঈশ্বরদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে লালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আজাবুল হোসেন ডিলুর সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসাহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নাটোর জেলা পরিষদের সদস্য ও লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি, জাতীয় শ্রমিক লীগের লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ইউসুব আলী, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল ইসলাম রবি, নাটোর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি সাইদুর রহমান প্রমুখ।
এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।