
রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু)
বুধবার ভোররাতে (৩০) নভেম্বর(২০২২)পুঠিয়া সদরে কাঠালবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। পুঠিয়ার মোল্লাপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করার একটি মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নাজমুল ইসলাম মুক্তা দুর্গাপুর কাঠালবাড়িয়া স্কুল ও কলেজের শিক্ষক। মোল্লাপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ ঘটনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, নাজমুল ইসলামকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া নতুন করে বিশৃঙ্খলা করতে পারে বলে তাদের কাছে খবর ছিল।