ঢাকামঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩

রাজশাহী পুঠিয়া চলছে পাখি শিকার উৎসব

Link Copied!
                       

 

রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু)

পুঠিয়া বিভিন্ন এলাকায়, অসাধু পাখি শিকারিরা এয়ারগানসহ নানান রকম পাখি ধরা যন্ত্র দিয়ে অতিথি পাখি শিকার করছে। এসব অতিথি পাখি শিকার করাতে এলাকাবাসীদের মধ্যে এক প্রকার চাপা ক্ষোভ দেখা গেছে।

এভাবে পাখি শিকার করাতে যেমন নষ্ট হচ্ছে প্রকৃতির সৌন্দর্য, তেমন নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।

শীত মৌসুমে বহু অতিথি পাখি দেখা যায় এখানে। আর কিছু অসাধু মানুষেরা এয়ারগান দিয়ে এই অতিথি পাখিগুলোকে মেরে নিয়ে যায়। শুধু বাহিরে থেকে আসা ব্যক্তিরা নয়, স্থানীয় এলাকার লোকদের অনেকেই পাখি শিকার করে নিয়ে যায়।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত, কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, অতিথি পাখি শিকার করা আইন বিরোধী কাজ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় বন কর্মকর্তা নিয়ামুর রহমান বলেন, যারা এভাবে অতিথি পাখি মারছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

মোঃ মিজানুর রহমান কালু
ফোনঃ০১৭৩৯৪০৭৫১৩