ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩

তিস্তার জেগে উঠা সতীর চর দখলাদখলি নিয়ে ১০ টি ঘরে আগুন

মোঃ আনোয়ার হোসেন
আগস্ট ২০, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!
   
                       

ডিমলা, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর গ্রামটি তিস্তা নদীর করাল গ্রাসে ছিন্নভিন্ন অবস্থা হয়। গ্রামটি কাগজে কলমে থাকলেও বাস্তবতা বড় কঠিন। সরজমিনে দেখা বর্ননা মতে, বর্তমানে নীলফামারী ডিমলার বাইশপুকুর এবং লালমনিরহাট হাতীবান্ধার গড্ডিমারীর কিছু অংশ নিয়ে সতীর চর নামধারন করে চরটি জেগে উঠেছে। তিস্তার চরে শুষ্ক মৌসুমে ব্যাপক আকারে বাম্পার ফলন হয় ভুট্টা,বাদাম,গম, পিয়াজসহ অন্যান্য ফসলের।
ফসলে লাভবান হওয়ার মোহ সামলাতে না পেরে ফরমান আলীর গংদের দখলভুক্ত ৮৯ একর জমি প্রভাবশালীদের হস্তক্ষেপে গত ১০আগষ্ট চরটির মধ্যে থাকা ১০ টি ঘর পুড়ে দিয়ে মোজাম্মেল হক মোজা ৩৮ জনকে আসামী করে মামলা দায়ের করে। অপর দিকে তাদের প্রতিপক্ষ ফরমান আলী বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে গত ১৬ আগষ্ট ডিমলা থানায় মামলা করেন। দুই পক্ষের মধ্যে মামলা করায় চরটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।