ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩

নওগাঁর আন্তঃজেলা চোর- চক্র, গরু সহ ৪ জন গ্রেফতার!!!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
মার্চ ৩, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!
   
                       

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁয় চোরাই ৪ টি গরু উদ্ধার সহ আন্তঃজেলা চোর-চক্রের সক্রিয় ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয় এর প্রত্যক্ষ নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল মহোদয় এর সার্বিক তত্ত্বাবধায়নে নওগাঁর আত্রাই থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন এবং তাদের নিকট থেকে ৪ টি চোরাই গরু উদ্ধার সহ চোরাই গরু পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেন পুলিশের চৌকস অভিযানিক টিম।
বুধবার দিনগত রাতে নওগাঁ ও নওগাঁর পার্শ্ববর্তী বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৪ টি গরু উদ্ধার সহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৪ জন সদস্যকে গ্রেফতার করেন নওগাঁ পুলিশের চৌকস টিম। এসময় চোরাই কাজে ব্যবহারীত একটি পিকআপ জব্দ করেন পুলিশ।
বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৪ গরু চোরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন, নওগাঁ সদর উপজেলার জগৎসিংপুর গ্রামের গোলম মোস্তাফার ছেলে ইমরান হোসেন (২৯), নওগাঁর রাণীনগর উপজেলার গোনা-উত্তরপাড়া গ্রামের মৃত বাছেদ এর ছেলে রফিকুল ইসলাম (৪০) ও পাকুরিয়া-বড়পুকুর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে জহুরুল ইসলাম (৩২) এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছলিম মণ্ডল এর ছেলে চুরিকাজে ব্যবহারীত পিকআপ চালক হারুন অর রশিদ হারুন (২৮)।
সত্যতা নিশ্চিত করে নওগাঁর
আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, গত ১৬ ফেব্রুয়ারি দিনগত রাতে আত্রাই থানা এলাকার কাসুন্দা গ্রামের জাকির হোসেন এর ৫টি গরু এবং ২৭ ফেব্রুয়ারি দাড়িয়াগাঁথী গ্রামের আব্দুর রহমান এর ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় আত্রাই থানায় চুরির মামলা দায়ের করা হয়। মামলার পর নওগাঁর সুযোগ্য জেলা পুলিশ সুপার মহোদয় এর সার্বিক দিকনির্দেশনায় বুধবার দিনগত রাতে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ টি গরু উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

উজ্জ্বল কুমার সরকার
ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ৪/৩/২৩
নওগাঁ।