ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০২৩

ওয়ারেন্টভুক্ত ৮ আসামী গ্রেপ্তার পুঠিয়ায়

Link Copied!
                       

 

উপজেলা (পুঠিয়া) প্রতিনিধি মো: মিজানুর রহমান (কালু)

 

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ মার্চ) সকাল ১১ টার দিকে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মিন্টু, আব্দুল কুদ্দুস, সোহেল রানা, সোহরাব হোসেন, জাহাঙ্গীর, আরমান আলী, মাসুদুর রহমান মাসুদ ও রকিবুল ইসলাম রকি।

পুঠিয়া থানার (ওসি) ফারুক হোসেন, বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তাররা ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি। বুধবার সকালে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।