
মহাস্থান বগুড়া থেকেঃ
মিথ্যা মামলা, হয়রানী ও ভূমি দস্যুর হাত থেকে বাঁচতে মহাস্থান গড় প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত।
সংবাদ সন্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের কাজীপুর গ্রামের মজিবর রহমানের পুত্র মানিক মিয়া। লিখত বক্তব্যে তিনি বলেন রায়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজীপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র ইসরাফিল ইসলাম ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বিক্রি করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে । শুধু তাই নয়, সে এলাকায় ভূমি দস্যু নামে পরিচিত। এলকার কৃষি জমি নষ্ট করে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে সাধারণ মানুষের চলাচলের রাস্তা নষ্ট করছে। সে গত ১৩/৩/২৩ ইং তারিখ দিনগত রাতে নিজের খড়ের পালায় নিজেই আগুন দিয়ে গ্রামের সাধারণ যুব সমাজের নামে মিথ্যা মামলা দেওয়ার পরিকল্পনা করছে। তার এধরনের কর্ম কান্ড থেকে কাজীপুর, ঘাগুর দুয়ার সহ রায়নগর ইউনিয়ন বাসী বাঁচতে চায়। মানিক মিয়া আরও বলেন তার কর্মকান্ডের তদন্ত করে সদস্য পদ বাতিল পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানান। সংবাদ সন্মেলনে উপস্থিন ছিলেন রায়নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছানাউল হক ছানা, পাভেল মিয়া, আতিকুর রহমান, পান্না মিয়া, সিয়াম, মনির, মিল্লাত, রাব্বি, মানিক, সহ রায়নগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুব সমাজ।