ঢাকামঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩

র‍্যাবের অভিযানে অস্ত্র ফেলে পালিয়েছে গ্যাংষ্টার ছিনতাইকারী অতঃপর ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার!!!

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
জানুয়ারি ৩১, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

   
                       

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁঃ

র‍্যাব এর অভিযান এ অস্ত্র ফেলে পালিয়েছে ছিনতাই-কারীরা, ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। রবিবার দিবা গত রাত ৭ টার দিকে পরিত্যাক্ত অবস্থায় ৩ টি ওয়ান শুটার-গান উদ্ধার করেন র‍্যাব।
সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, ৫/৬ জন এর ১ টি গ্রুপ কিছু দিন ধরে জয়পুরহাট এর আক্কেলপুর থানার বটতলী এলাকার ছিনতাই কাজ এর সাথে জড়িত। রাস্তায় চলাচল-কারী সাধারণ মানুষ কে অস্ত্রের ভয় দেখিয়ে তারা ছিনতাই করত। গোয়েন্দা তথ্যের ভিত্তি তে উক্ত এলাকায় ১ টি মেহগনি বাগান এ অভিযান চালানো কালে র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে ছিনতাই গ্রুপ এর সদস্যরা পালিয়ে যায়। এ সময় ঐ স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওয়ান শুটারগান গুলো জেলার আক্কেলপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাব।