ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩

ঠাকুরগাঁওয়ে ট্রেনের সাথে ট্রাকে সংঘর্ষে আহত একজন

সাইমন হোসেন
জানুয়ারি ২২, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!
                       

সাইমন হোসেন-ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক আহত হয়েছে। রবিবার (২২ জানুয়ারী) দুপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে এই ঘটনা ঘটে। জানা যায় আহত ট্রাক ড্রাইভার সোহেল রানা (৪৫) ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী পদমপুর গ্রামেল মোঃ সলেমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও ছেড়ে শীবগঞ্জ ও ভোমরাদহ এর মাঝামাঝি (ভাতারমারী ফার্ম) এলাকায় রেলক্রসিং এ ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস এর সাথে ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ঘটানাস্থলে ট্রাকের ড্রাইভার গুরুত্বর আহত হলে আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। সংঘর্ষের প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি থেমেছে। এছাড়া যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয় নি। তবে ইঞ্জিন বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গেইটম্যান না থাকায় রেলক্রসিংয়ের সময় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।