
উজ্জ্বল রায়,খানসামা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় ভিজিডি কর্মসূচী ২০২১-২২ চক্রের সঞ্চয়ের টাকা বিতরণ শুরু। রবিবার সকালে উপজেলার ৪নং খামারপাড়া ও দুপুরে ১নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদ আয়োজিত অত্র ইউনিয়নের ভিজিডি কর্মসূচীর সঞ্চয়ের টাকা উপকারভোগীদের মাঝে বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
জানা যায়,ভিজিডি কর্মসূচীর আওতায় অগ্রনী ব্যাংক লিমিটেড পাকেরহাট এজেন্ট ব্যাংকিং ও খানসামা ব্যাংক এশিয়ায় থাকা উপজেলার প্রতিটি ইউনিয়নের উপকার ভোগীদের সঞ্চয়ের টাকা ইউনিয়ন পরিষদে বিতরণ আজকে থেকে ওয়ার্ড ভিত্তিক শুরু ও ধারাবাহিক ভাবে সকলের টাকা দেওয়া চলবে এবং ব্যাংকে গিয়েও টাকা নিতে পারবে।তারা নিজ নিজ একাউন্টটিতে ঐ টাকা জমাও রাখতে পারে।প্রয়োজনে একাউন্টিতে নিজের টাকা জমা করে চলতে পারে। যেকোনো সময় ঐ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার,খামারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী,আলোকঝাড়ী ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান,খামারপাড়া ইউপি সচিব মোঃ জুলফিকার আলী,হিসাব সহকারী সোহেল রানা,আলোকঝাড়ী ইউপি সচিব শাহোজাহান সিরাজ দুলাল, অগ্রনী ব্যাংক লিমিটেড পাকেরহাট এজেন্ট ব্যাংকিং পরিচালক মমিনুল ইসলাম প্রমুখ।