- ">
নিউজটি দেখেছেন : ১৭৪
বিজয় দিবস
লেখক কবি মোঃ ছিদ্দিক
ষোলই ডিসেম্বর “বিজয় দিবস”
বাংলাদেশের কাছে,
আজও অমলিন স্মরণীয় হয়ে
হৃদয়ে গাঁথানো আছে।
লাখো শহীদের রক্তে রাঙানো
আত্মত্যাগের দানে,
বিজয় পতাকা বাংলামায়ের
খুশি ধরিয়েছে প্রাণে।
দীর্ঘ নয় মাস যুদ্ধের শেষে
মুক্তির-স্বাধীনতা
নিয়ে আসে এক বাংলাদেশের
সুখময় বারতা।
মাঠে ঘাটে আজ ভাসিয়ে বেড়ায়
মাতৃভূমির গান,
বিজয় পতাকা তার সাথে ওড়ে
বাতাসে ভরিয়া টান।
শেখ মুজিবের সোনার বাঙলা
বাঙলা গর্বের দেশ,
সুজলা সুফলা শস্য শ্যামলা
শান্তির পরিবেশ।
তার-ই ছায়া তলে আঁচলের বোলে
কতনা মধুর লাগে,
স্বাধীন দেশের নাগরিক ভেবে
সুখ ভাসে অনুরাগে।
একাত্তরের ষোলো ডিসেম্বর
বাঙালিজাতির সাথে,
নিগূঢ় বাঁধনে বাঁধানো রয়েছে
সবার বক্ষপাতে।