নিউজটি দেখেছেন : ১৩৫

একটি বছর
কবি মোঃআবু বকর সিদ্দীক
পার করিলাম একটি বছর,
বুঝতে পারলাম না।
মাফ করেরে দাও ওহে মাবুদ,
করছি অনেক গোনাহ।
শয়তানেরই ধোকায় পড়ে,
চলেছি মিথ্যা পথে।
বিপথগামী এই গোনাহগার,
কোরআন,হাদিসের মতে।
বছর নামক প্রথম দিনে,
করবো ভালো কাজ।
নিত্যদিনে পড়ি যেন,
কোরআন,হাদিস,নামাজ।
আর কখনও যাই না যেন,
শয়তানেরই সাথে।
সর্বোসময় রেখো মাবুদ,
সরল সঠিক কাজে।