নিউজটি দেখেছেন : ৮৬

বিদায় ২০২২
লেখক কবি মোঃ ছিদ্দিক
আজই বাইশের শেষ
আসবেনা আর ফিরে
কত স্মৃতি রয়ে যাবে
দুই হাজার বাইশ ঘিরে।।
মেট্রোরেলের উদ্বোধনে
নব প্রভাতের সূচনা
পদ্মা সেতুর উদ্বোধনে
নব ইতিহাস রচনা।।
দ্রব্য মূল্যের উর্দ্ধগতি
চলেছে লাগামহীন
তবুও মানুষ স্বপ্ন দেখে
ফিরবে সুখের দিন।।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ফেব্রুয়ারী হতে শুরু
আমেরিকা হুংকার দেয়
তারাই বিশ্বগুরু।।
ছত্রিশ বছরের আক্ষেপ
বিশ্বকাপ জয়ে শেষ
বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা
আবার জয়ী দেশ।।
আরও কত ঘটনা নিয়ে
বাইশের হচ্ছে শেষ
তেইশের সূচনায় বলি
ভালো থাকুক বাংলাদেশ।