ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩

ছোট বেলা — মেহেদী হাসান

মেহেদী হাসান
জানুয়ারি ১৯, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!
   
                       

ছোটবেলায় দুপুর টা ছিলো ঘুমানোর সময়। চোখে ঘুম না আসলেও শুয়ে থাকতে হবে৷ আম্মার আদেশ। বিকাল হলে তবেই খেলতে যেতে পারবো। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতাম আর বিকাল হলেই দিতাম দৌ”ড়। আম্মা বারবার বলে দিতো মাগরিব এর আজানের আগেই কিন্তু চলে আসবি নাহলে দেখিস!

মাগরিব এর আগেই বাসায় আসতাম। খুব লাফালাফি করার কারন শরীর ক্লান্ত হয়ে থাকতো। পড়তে বসলেই ঘুম আসতো। কি পড়তাম কিছুই মাথায় ঢুকতো না। একটু পর পর ঘুমে চোখ বন্ধ হয়ে আসতো। আম্মা পিঠে কয়েকটা বসাইতো! তাও ঘুম আসতো। কোন ভাবে নয়টা কি সাড়ে নয়টা বাজলেই ঘুম! আজকাল ঘুম আসেনা অনেকের ই! রাত নয়টা কে সন্ধ্যা মনে হয়। শান্তির ঘুম শেষ কবে দিয়েছিলো তা হয়তো মনেই নাই! সেই দিন গুলোই ভালো ছিলো আসলে। নয়টার দিকেই ঘুমিয়ে পড়ার দিনগুলো….