
তুমি তো মুখ ফিরিয়ে বেঁচেই গেছো! তবে কেন এমন রাত্রিযাপন বুক পাজরে জুড়ে বসো? কেন রাত্রি হলে বুকের পাশে ঘাপটি মেরে বসে পড়ো? কেন তোমার স্মৃতি এসে বুকের ভেতর ঘর পাতে? কেন এমন স্মৃতিরা বেহালা বাজায়? নাচে, গায়, জলসা সাজায়?
বলতে পারো তোমার পুরনো চুমুর দাগ, তোমার ভারী নিশ্বাসের উষ্ণ অভ্যর্থনা কেন আমায় ডাকে এমন, মধ্যরাতে ঘুম কেড়ে নেয়! কেন এমন ঘুমের চোখে তুমি আসো? তোমার ঠোঁটে হাসি এসে অসুখ ছড়া।
এই যে তুমি অনেক দূরে, তবুও কেন ফিরবে বলে আশায় আশ্রয় খুঁজে মন, রোজ রাতে বালিশ ভেজাই! জানান দিছো খুব খেয়ালে নিষ্ঠুরতা তোমার বুকে,তবু কেন শিমুল তুলোয় তোমায় বুঝি।
জানি তুমি শুনছো সবই, এড়িয়ে যাবে এ-ও জানি,তবুও কেমন অবহেলা যত্ন খুজি পুরনো কথার সেলাই হাতড়ে বেড়াই। জানো ভালবাসি খুব পেয়ে বসে রাত্রিকালীন।
তোমার পুরনো স্মৃতি আয়নায় দেখায় যেন আমার ভীষণ ঋণ,ভীষণ ঋণ।
এটাও জানি তুমি খুবই ভালো আছো আমিও চাই তুমি ভালো থাকো।আসলে একটা কথা কী জানো তোমাকে কতটা ভালোবেসেছিলাম নিজের জানতে ইচ্ছে করে কারণ তোমাকে আমি ভালোবাসা দিতে পারি নাই। আসলে তুমি যাকে ভালো বাসলে না তাকে একদিন কেউ না কেউ ভালো বাসবে।তাকে একদিন বুকে টেনে নিবে। কিন্তু দুই জনে রাএী আসলে পুরনো স্মৃতি গুলো ডাকবে কিন্তু আমার তাদে সারা দিবো না।সে দিন চাইলেও আর ফিরে আসতে পারবো না কেউ।
তুমি তো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো তুমি একদম বেঁচে গেছে। না হয় প্রতি রাতে পুরনো স্মৃতি ঘুমাতে দিতো না। তুমি বেঁচে গেছো পুরনো দিন গুলো ভুলে গিয়ে । এই পুরনো স্মৃতি গুলো আমাদের প্রতি দিন তারা করবে। চাইলে ও পুরনো স্মৃতি ভুলে থাকা সম্ভব না।
কিন্তু কোনো একদিন আসবে যে আমাকে তোমার মনে পরবে তখন আর খুঁজে পাবে না।তখন আর চাইলেও আগের দিন গুলো ফিরে আসবে না। চাইলে আমার সঙ্গ পাবে না কারণ তুমি আগে আমাকে ছেড়ে গেছো।
তোমাকেও তো আমি ভালো বেসে ছিলাম কিন্তু পেলাম কই সেই তুমি তো আমাকে রেখে চলে গেলে আমার মন ভেঙ্গে দিয়ে গেলা। হয় তুমি কার সঙ্গ পেছিলা তার জন্য আমাকে এরকম করে দিয়ে গেলা। তোমাকে চেয়ে ছিলাম মনের মতো করে পেলাম কই তবে আমি ভালোবাসতে পারি নাই হয় তো তোমার জন্য কত কিছু করলাম । কিন্তু শেষ পর্যন্ত আর পাওয়া হলো না।
তোমার মেয়ে চাইলে অন্য এক জনকে পেয়ে যাবে চাইলে তাদেরকে হাতে পেয়ে যাবা। কিন্তু “ভালবাসা কেউ চেয়েও পায়না,আবার কেউ এক পৃথিবী সমান ভালবাসা পেয়েও তার গুরুত্ব বোঝেনা
কেউ ভালবাসছে জেনেও তার ভালবাসাকে তুচ্ছতাচ্ছিল্যতা করে দু পায়ে ঠেলে দেয়াটা কঠিনতম অন্যায়ের।মানুষটা হয়তো জানেই-না,এই জগতে কারো ভালবাসাটা পাওয়াটা কতটা সৌভাগ্যের।এমনও মানুষ আছে,যারা একটুখানি ভালবাসা পাওয়ার আশায় শত অন্যায়,শত নিযার্তনকে প্রতিনিয়ত মাথা পেতে নিচ্ছে।
দিনের পর দিন অপেক্ষা করেই যাচ্ছে,মানুষটি কবে তাকে বুঝবে,কবে তাকে একটুখানি কাছে টেনে নিয়ে স্বাভাবিকভাবে দুটো কথা বলবে।সেখানে বিনামূল্যে,বিনা পরিশ্রমে,বিনা সাধনায় কারো বুক ভরা ভালবাসাকে অবলিলায় দু পায়ে ঠেলে দেয়া মানুষটার মত অভাগা আরো হয় কি?
যে দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনকিছুই যেখানে মিলেনা,সেখানে বিনাস্বার্থে কারো ভালবাসাকে অসন্মান করার যোগ্যতা নিশ্চই আমরা কেউ রাখিনা।মানুষটার মত করে তুমি ভাল-নাই বাসতে পারো,অন্তত তার অনুভূতিকে প্রাণভরে সন্মান জানাতে পারো।
মানুষটাকে সঙ্গে না-ই রাখতে পারো,অন্তত তার প্রবল ইচ্ছাশক্তি,তোমার প্রতি যে সন্মান সে প্রদর্শন করছে,অনায়সেই সেই মানুষটাকে তুমি শ্রদ্ধা জ্ঞাপন করতেই পারো।”ভালবাসার বিনিময়ে কাউকে ভালবাসতেই হবে”এটার যেমন ধরা বাঁধা কোন নিয়ম নেই,তেমনি কারো অনুভূতি নিয়ে খেলা করা কিংবা তুচ্ছতাচ্ছিল্য করারও কোন যৌক্তিকতা নেই!
তোমাকে আমি ভালোবেসেছি তাই বলে তোমাকে আমারে ভালোবাসতে হবে এমনা লেখা নেই। কিন্তু ভালোবাসা প্রতিশ্রুতি দিয়ে কেন ভালোবাসলে না। কেন দূরে সরিয়ে দিলা। কথা ছিলো দুই জনে হাজার বছর এক সাথে থাকার কিন্তু কেন থাকলে না।
আমারও হাজার স্বপ্ন ছিল তোমাকে নিয়ে কেন স্বপ্ন ভেঙ্গে দিলা স্বপ্ন ভাঙ্গার অধিকার নেই। আমাদের পুরনো স্মৃতি প্রতি রাতে কাঁদায় প্রতি রাতে তোমাকে খুঁজে বেরায়। কিন্তু অবুঝ মনটা বুঝে না যে হাজার ও ডাকলে তাকে পাওয়া যাবে না সে যে আমার আর নেই তাকে চাইলও আার ফিরে পাওয়া সম্ভব না।
একটা কথা জানো তুমি তোমাকে আর পাওয়া হবে নাপৃথিবীর সবকিছু পেয়ে গেলেও তোমাকে আর পাওয়া হবে না!পৃথিবীর সবকিছু স্পর্শ করলেও তোমাকে আর স্পর্শ করা হবে না! পৃথিবীর সবকিছুকে ভালোবাসলেও তোমাকে আর ভালোবাসা হবে না!পৃথিবীর সবকিছু আমাকে ভালোবাসলেও তোমার ভালোবাসা আর পাওয়া হবে না! কারণ তুমি যে আমার আর নেই তাই আর পাওয়া হবে না!!
🥀🥀সুখে থেকো
ভালো থেকো 💔🖤
লেখক: মো আজিজুল হোসেন
মোবাইল :০১৩০৪৫০৫৮৯৭