ঢাকামঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২

কবিতা –কবি মোঃ ছিদ্দিক

দৈনিক প্রথম বাংলাদেশ
ডিসেম্বর ১৩, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!
   
                       

কবিতার নাম : কবিতা

লেখক কবি মোঃ ছিদ্দিক

কবিতায় আমার জনজীবন বাঁচে,
কবিতায় দীর্ঘশ্বাস ,
কবিতার কোলে জমে,
নিয়ম – অনিয়মে
রাত জাগা উপহাস।

কবিতার পেটে,
পদাঘাতে ক্ষত,
বাস্তবতার ডাক।
কবিতার বুকে বিশুদ্ধ বেদনা,
জমে যায় হাহাকার।

কবিতার নামে প্রেম বিলি হয়,
হয় প্রতিবাদ, প্রতিশোধ,
কত যুবক – যুবতী হাত কেটে লেখে,
কবিতার নামে শ্লোক৷

সংশয় নয়, কবিতার জয়,
নিষ্ঠুর এ পৃথিবীতে,
একদিন হবে, ঠিক ঠিক তবে,
পাঠকের অভাব যাবে যবে।