ঢাকারবিবার , ১১ ডিসেম্বর ২০২২

আলামিন সরকারের নতুন গান “করলি কেন ছলনা”

মিলন হোসেন
ডিসেম্বর ১১, ২০২২ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!
                       

মিলন হোসেন, বিনোদন প্রতিবেদকঃ

রাজশাহীর তরুণ সংগীতশিল্পী আলামিন সরকারের, ছোটবেলা থেকে তার গানের প্রতি প্রবল আগ্রহ। আলামিন সরকারের শুরুটা ছিল লেখালেখি দিয়ে,তবে সামনে আসছে আলামিন সরকারের কন্ঠে “করলি কেন ছলনা“ শিরোনামে নতুন একটা গান, গানটি লিখেছেন ও সুর করেছেন আলামিন সরকার, গানটিতে মিউজিক করেছেন সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক সজল বাবু। গানটির সকল ব্যবস্থাপনায় সজল বাবু । গানটির প্রসঙ্গে আলামিন সরকার বলেন- গানটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে লেখা, গানটায় আমি আমার পুরোনো সৃতি গুলো তুলে ধরার চেষ্টা করেছি,গানটা ব্যাক্তিগত ভাবে আমার কাছে ভালো লেগেছে,বিশেষ করে সজল ভাইয়ার সংগীত অসাধারণ, আশাকরি গানটা সবার ভালো লাগবে।

গানটির বিষয়ে সজল বাবু বলেন- গানটির কথা সুর ও কন্ঠ ভালো দিয়েছে “আলামিন সরকার ” পাশাপাশি আমি আমার সেরাটা দিয়ে সংগীত পরিচালনা করেছি,আশাকরি গানটি সবার ভালো লাগবে। গানটি ভিডিও ধারণ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় ডিরেক্টর সাকিব আল মামুন, গানটি আপলোড হবে “Srijon Music” ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে। ধন্যবাদ সবাইকে।