
উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় যাত্রীবাহী বাস ও অটো- ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জন,আহত হয়েছেন ৩ জন। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক-এ) চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়। এরপূর্বে সানজিদা আক্তার নামে এক জনের মৃত্যু হয়েছিলো। গত শুক্রবার সন্ধারদিকে নওগাঁ-ধামুরহাট সড়কের পত্নীতলা উপজেলার আমবাটি নামক এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ব্যাটারী চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটলে সে সময় স্থানিয় লোকজন ও পত্নীতলা থানা পুলিশ নারী ও শিশু সহ গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পত্নীতলা হাসপাতালে পাঠিয়ে দেন। দায়িত্বরত চিকিৎসক আহতদের মধ্যে সানজিদা আক্তার নামের এক নারীকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘাতক বাসটি রেখে চালক ও হেলপাড় পালিয়ে গেলেও দূর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ পূর্বক পুলিশি হেফাজতে নেয় পত্নীতলা থানা পুলিশ। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’ জনের মৃত্যু হওয়ায় এদূর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৩ জনে।
নিহত ৩ জন হলেন, পত্নীতলা উপজেলার পাহারকাটা গ্রামের রাসেল হোসেন এর স্ত্রী সানজিদা আক্তার (২৬) ও একই গ্রামের মৃত আমজাদ হোসেন এর স্ত্রী শরিফা বেগম (৪৫) এবং আমিনাবাদ গ্রামের মৃত ফয়েজ এর ছেলে ও অটো-ভ্যান চালক মিজানুর রহমান (৪৩)। সড়ক দূর্ঘটনায় মোট ৩ জন নিহতের সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, মর্মান্তিক ঐ সড়ক দূর্ঘটনায় নারী ও শিশু সহ ৬ জন আহত হোন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজন মারাযায়, এবং রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় আরো দু’ জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত মোট ৩ জনের মৃত্যু হয়েছে। বাসের চালক ও হেলপাড় পালিয়ে গেলেও দূর্ঘটনা কবলীত বাসটি জব্দ কনে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় মামলা হয়েছে।