ঢাকারবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩

প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় প্রাণীসম্পদ সেক্টর অভুতপর্ব ভুমিকা পালন করছে -হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি

স্বপন কুমার রায়
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!
   
                       

স্বপন কুমার রায় -খুলনা জেলাপ্রতিনিধি
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় প্রাণিসম্পদ সেক্টর জাতীয়ভাবে দেশের মানুষের নিরাপদ প্রাণিজ আমিষের যোগানসহ কর্ম সংস্হান, নারীর ক্ষমতায়ন এবংজাতীয় অর্থনীতিতে যে অভুতপর্ব ভুমিকা পালন করেছে সেই বিষয়টি দৃশ্যমান করার সাথে প্রাণিসম্পদ উৎপাদন প্রাণিজাতপন্যও ঔষধ বিপনন, প্রাণিসম্পদ প্রযুক্তি, প্রাণিসম্পদ মেশিনারিজ, উন্নত জাতের প্রাণী, সৌখিন পাখি, পোষাপ্রাণী প্রদর্শন ও প্রযুক্তি গত কারিগারি জ্ঞান সম্প্রসারণের উদ্যেশে সাধারন মানুষকে অবগত করারজন্য যে প্রদাশর্নীর আয়োজন করা হয়েছে তা প্রসংশনীয়।

দাকোপে প্রাণী সম্পদ প্রদর্শনী -২০২৩ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি এসব কথা বলেন। ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টারদিকে উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্তরে আয়োজিত অনুষ্ঠানের আলোচনায় সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস,উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটোনারী হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃিতা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃবঙ্কিম কুমার হালদার,।প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা শামীমআরা হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃিতা করেন খুলনাজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা অরুনকান্তি মন্ডল,উপপরিচালক কৃত্তিম স্বপন কুমার রায়,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলীখান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,দাকোপ থানাপুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,ভাইস চেয়ারম্যানগৌরপদবাছাড়,বক্তৃিতা করেন চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,চেয়ারম্যান সাব্বির আহমেদ,দাকোপপ্রেসক্লাবেরসভাপতিশিপনভুইয়া,সফল খামারী তাপস রায়,অর্পনা কবিরাজ প্রমুখ।
এবারে উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনীতে ষাড় প্রদদর্শনে আলহাজ্ব শেখ আবুল হোসেন প্রথমস্হান ও গাভী প্রদর্শনে জিএম রেজা প্রথমস্হান অর্জন করেন।অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ঘুরেঘুরে প্রদর্শনী পরিদর্শন করেন।