ঢাকারবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩

কোটচাঁদপুরে প্রয়াত চেয়ারম্যান কালু মিয়া”র ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ আশাদুল ইসলাম
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!
                       

মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আঃলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান নাসির উদ্দিন কালু মিয়া”র ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আঃলীগের আয়োজনে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬শে ফেব্রুয়ারী) বিকেলে পৌর পাঠাগার মাঠে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত চেয়ারম্যান নাসির উদ্দীন কালু মিয়া”র সহধর্মিণী উপজেলা আঃ লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি’র সভাপতিত্বে ও উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী ও ঝিনাইদহ জেলা আঃ লীগের সভাপতি আব্দুল হাই (এমপি)।

এছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা আঃলীগের সাবেক সহ সভাপতি এ্যাডঃ আজিজুর রহমান, সাবেক সহ সভাপতি তৈয়ব আলী জোয়াদ্দার, ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, সাবেক দপ্তর সম্পাদক আসাদুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শিমুল, মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ, মহেশপুর উপজেলা আঃলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, পৌরসভার প্যানেল মেয়র (২) ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, উপজেলা আঃলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিল আহমেদ,জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সফিকুর রহমান, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সজিব প্রমুখ।

আলোচনা শেষে মরহুম নাসির উদ্দীন কালু”র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানে হয়। এসময় উপজেলা আঃলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান,ফারজেল হোসেন মন্ডল,মহেশপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,এলাঙ্গী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,সাবেক ইউপি চেয়ারম্যান কাবিল উদ্দিন বিশ্বাস,পৌর আঃলীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল সহ উপজেলা ও পৌর আঃলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।