
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি ব্যাটালিয়ন ( ৩২ বিজিবি ) এর ব্যবস্থাপনায় চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ড বল প্রতিযোগিতা- ২০২৩ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় (২২ ফেব্রুয়ারি থেকে) রিজিয়ন এর অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন অংশ গ্রহণ করে।
সোমবার ( ২৭ ফেব্রুয়ারি ২০২৩) বিকেল এ অনুষ্ঠিত চুড়ান্ত প্রতিযোগিতায় খেদা ছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোন ( ৪০ বিজিবি ) ৪৭/২১ গোল এ খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি ) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় খেদা ছড়া ব্যাটালিয়ন এর ল্যান্স নায়েক মোঃ মেহেদী হাসান শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় এবং সিপাহী মোঃ আব্দুর রঊফ শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
এস ময় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স চুড়ান্ত প্রতিযোগিতায় উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন এবং ব্যাটালিয়ন এর খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।