ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩

মেলান্দহে ভিজিডি কার্ড বিতরণ

রবিউল ইসলাম
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!
                       

জামালপুর প্রতিনিধি।

জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নে দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোদন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভূট্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব নুরুল ইসলাম, ও ইউপি সদস্য বৃন্দ। অনুষ্ঠানে চরবানিপাকুরিয়া এর সময় ইউনিয়নের ৩৩১জন দুঃস্থ মহিলাদের মাঝে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ভিজিডি কার্ড বিতরণ করা হয়।