
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :
ইতালির পাদোভা শহর এ অবস্হান রত ফেনী জেলা বাসীদের নিয়ে গঠিত ফেনী জেলা সমিতির অভিষেক , সদস্য পরিচিতি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে । পাদোভার স্হানীয় একটি হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি করা হয় স্হানীয় মেয়র মার্কো স্কেচারো । সংগঠন এর সভাপতি কামরুল মজুমদার এর সভাপতিত্বে ও আব্দুর রহিম পাটোয়ারী র সন্চালনায় বক্তব্য রাখেন , সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,
বিশেষ অতিথি এ.ডি.এল. কোবাস, বাংলাদেশ এসোসিয়েশন পাদোভার আহবায়ক জান শরীফ জনসু , ভেনিস বাংলা স্কুল এর সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার , ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল, নুরুন নবী, জহির উদ্দিন , নুর হোসেন , তাজুল ইসলাম , রফিক , শহিদ প্রমূখ। সভার শুরুতে কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । এর পর অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়। বক্তব্য শেষ এ অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ বাসীর কল্যাণে দোয়া করেন সকলে।