
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মাদ গিয়াস উদ্দিনের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৮/০২/২০২৩ তারিখে কলেজ হলরুমে বিভিন্ন আয়োজনে তাঁকে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নানা স্মৃতিমাখা বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক গোলাম রব্বানীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক সিদ্দিকুল আলম মোঃ হান্নান, নজরুল ইসলাম, মোজাফ্ফর রহমান, সিনিয়র প্রভাষক সাধন কুমার মন্ডল, সিরাজুল ইসলাম, প্রভাষক হামিদুল ইসলাম, জামিদুল ইসলাম, আনিছার রহমান, সীমান্ত কুমার মোহন্ত, শাহীনুর রহমান। বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও নব্য দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ মইনুল ইসলাম। এছাড়াও বিদায়ী শিক্ষককে স্ব-বিভাগের শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে বিদায়ী শিক্ষক মোহাম্মাদ গিয়াস উদ্দিনসহ অবসরপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারীর জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানগুলিতে সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।