ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

মো. ইলিয়াস চৌধুরী
মার্চ ১, ২০২৩ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী বকসিবাড়ী এলাকায় মঙ্গলবার সকালে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে। অপর একজন আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন- উপজেলার বাংগুরী গ্রামের রহমান আলীর ছেলে সোহান (১৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহান ও জিহাদ কালিয়াকৈর ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে কলেজ ছুটির পর মোটরসাইকেলে দুই বন্ধু বাড়িতে যাওয়ার সময় ধামরাই টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বকসীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল থেকে সোহান ও জিহাদ ছিটকে সড়কের উপর পড়লে সোহানের পায়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায়।
এতে সোহান গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান জানান, ওই ঘটনায় গাড়ি আটক আছে। তবে নিহতের বিষয়টি আমার জানা নাই। কালিয়াকৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আলাউদ্দিন খান জানান, বেপরোয়াভাবে ট্রাকটি চালানোয় সোহান হোসেন নামে কলেজের এক ছাত্র নিহত হয়েছে। আমি এর বিচার দাবি করছি।