ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩

নওগাঁয় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার
মার্চ ১, ২০২৩ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!
   
                       

উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ প্রতিনিধিঃ
“স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামন এ রেখে সারা দেশ এর মতো নওগাঁতেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেবা সপ্তাহ আগামী ২ মার্চ শেষ হবে।
সেবা-সপ্তাহ এর কর্মসূচির অংশ হিসেব এ মঙ্গলবার নওগাঁর রাণীনগর এর মালতিপুকুরে আমিন হাসান এগ্রো লিমিটেড প্রাঙ্গনে দিন ব্যাপী এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তর এর বাস্তবায়ন এ ও আমিন হাসান এগ্রো লিমিটেডের প্রোপ্রাইটর আব্দুল মান্নান এর আয়োজন এ মেডিকেল ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দীন।
আরো উপস্থিত ছিলেন, জেলা ট্রেনিং অফিসার ডাঃ সুশান্ত দাস, নওগাঁ ডেইরী এ্যাসোসিয়েশন এর সভাপতি সাজেদুল ইসলাম খাঁন, সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য মোছাঃ আম্বিয়া আক্তার, জেলা পোল্ট্রি এ্যাসোসিয়েশন এর সভাপতি ওয়ালিউর রহমান প্রমুখগন।
ক্যাম্পেইন এ অত্র এলাকার শতাধিক খামারীরা গবাদিপশু সহ অংশ গ্রহণ করেন। এছাড়াও ক্যাম্পেইন এ বিনা মূল্যে গবাদি পশুর চিকিৎসা সহ কৃমিনাশক, ভিটামিন ও বিভিন্ন প্রকার এর এনজাইমেটিক ওষুধ বিতরণ করা হয় সহ বিনা মূল্যে কৃত্রিম প্রজনন ও ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হয়।