ঢাকাবুধবার , ১ মার্চ ২০২৩

নওগাঁয় রেণুকা সরেন নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

উজ্জ্বল কুমার সরকার
মার্চ ১, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে গলায় ফাঁস দিয়ে রেনুকা সরেন ( ২১ ) নামে এক যুবতীর ( no copyright) রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রেনুকা সরেন ( ২১ ) বদলগাছী উপজেলার জিয়ল গ্রাম এর আনছের সরেন এর মেয়ে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, (no copyright) ২৮ শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের চাল এর বাঁশের (no copyright) সঙ্গে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
দুপুর ২ টায় রেনুকার মা আনজলিন ফিরে এসে দেখে মেয়ের @@ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও ঘর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ীতে থাকা মই দিয়ে ঘর এর ভিতর @@ দেখে রেনুকা গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। রেনুকার মায়ের চিৎকারে আশে পাশের লোক জন আসলে মই দিয়ে ঘরে প্রবেশ করে ঘর এর দরজা খোলে। এ ব‍্যপারে থানায় খবর দিলে বদলগাছী থানার এস আই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন এ আসেন। পরবর্তীতে বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন ঘটনাস্থল পরিদর্শন এ আসেন।
স্থানীয়রা জানান, রেনুকার মা আনজলিন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। ইতি পূর্বে রেনুকার ভাই ও আত্মহত্যা করে মারা গেছে। পরিবার এর দুই টি সন্তান দুইটিই আত্মহত্যা করে মারা গেলো। এ ব‍্যপারে বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, লাশ এর সুরুতহাল রিপোর্ট করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল পোস্টমর্টেম এর জন‍্য নওগাঁ সদর হাসপাতাল এ পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। এ ব‍্যপার এ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।