
স্টাফ রিপোর্টার যশোর:
যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান ঢুকে গেছে খাবার হোটেলে। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে মণিরামপুরের বেগারিতলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান।নিহতরা হলেন- মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাউসি হোসেন (৭), জয়পুর গ্রামের জিয়ারুল (৩৫), ব্যাগারিতলা গ্রামের তৌহিদুর রহমান (৩৮) ও মীর শামসুল (৬০)।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে ধাক্কা দেয়। এতে চায়ের দোকান ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচজন মারা যান।