
মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
”ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাজীপুর এর কালিয়াকৈর এ পঞ্চমবার এর মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে ভোটাধিকার বিষয় এ সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে পালিত হচ্ছে এই দিবস।
দিবস টি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সেমিনার কক্ষে এসে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার এএম শামসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ। পরে আলোচনা সভায় নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ এ সচেতন হওয়ার আহ্বান জানান তারা।