ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩

“দর্শনা থানা পুলিশ অভিযানে ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ২ জন গ্রেফতার “

মোঃ রিয়াদ মন্ডল
মার্চ ৪, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!
                       

স্টাফ রিপোর্টার মোঃ রিয়াদ মন্ডল

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে দর্শনা থানার এএসআই (নিঃ) মোঃ বশির আহমেদ,এসআই (নিঃ) রাম প্রসাদ সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনায় দক্ষিণ চাঁদপুর জুমা পাড়া গ্রামস্থ আরাম পোল্টি ফার্ম সংলগ্ন থেকে পুকুরের পূর্ব কোনে দর্শনা টু হিজলগাড়ীগামী পাকা সড়কপথের উপর হতে,শুক্রবার অনুমানিক সন্ধার সময় ৯৬ বোতল ফেন্সিডিল সহ দুই জন আসামি কে গ্রেফতার করেন দর্শনা থানার পুলিশ। আসামী নাম ১. মোঃ নজরুল ইসলাম,বয়স ৫০ বছর , তার পিতার নাম মোঃ মোজাম্মেল হক, গ্রাম -ছয়ঘরিয়া স্কুলপাড়া , আসামী নাম ২,মোঃ আমজেদ হোসেন তার বয়স ৫২ বছর , আসামীর পিতার নাম -মৃত আব্দুল গফুর, গ্রাম -ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদ পাড়া,দুইজনর থানা-দর্শনার বাসিন্দা , জেলা – চুয়াডাঙ্গা। গোপন সংবাদের ভিত্তিতে দর্শনায় দক্ষিণ চাঁদপুর জুমাপাড়া গ্রামস্থ আরাম পোল্টি ফার্ম সংলগ্ন থেকে পুকুরের পূর্ব ধার দর্শনা টু হিজলগাড়ীগামী পাকা সড়কপথের উপর হতে দর্শনা থানার পুলিশ মাদক সহ দুইটা আসামি কে গ্রেফতার করেন।
আসামী মোঃ নজরুল ইসলাম ও মোঃ আমজেদ হোসেন। বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।