
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের বি,সিআইসি সার ডিলার মেসার্স রউফ এন্টারপ্রাইজ এর প্রোপাইটার আব্দুর রউফ। কিন্তু সেই লাইসেন্সের নামে আব্দুল আলীম সার তুলে নিয়ে নিজের আপন ভাই কাদের কে দিয়ে সার বিক্রি করছেন বহাল তবিয়তে । অনুসন্ধানে জানা যায় মেসার্স রউফ এন্টারপ্রাইজ প্রোপাইটার আব্দুর রউফ ৩/৪ মাস আগে মৃত্যু বরন করেন।
তাহলে মৃত্যু ব্যাক্তির নামে কি ভাবে সার উত্তোলন করছে ওই প্রতিষ্ঠান। লাহুড়িয়া ইউনিয়নের তালুকপাড়ার খলিল মোল্যার ছেলে আব্দুল আলীম মেসার্স রউফ এন্টারপ্রাইজ বিসিআইসির ডিলারের লাইসেন্স দিয়ে দীর্ঘ দিন ধরে অসৎ উপায়ে সারের ব্যাবসা করে যাচ্ছে, শুধু তাই নয় তার আপন বড় ভাই আব্দুল কাদেরের সার বিক্রয়ের কোন সরকারি অনুমতি নাই তারপর ও বহাল তবিয়তে লাহুড়িয়া তরকারি হাটে একটি দোকানে সার বিক্রি করেছেন কাদের। আব্দুল কাদেরর সাথে কথা হলে তিনি বলেন জেলা কৃষি কর্মকর্তা আমাকে সার ওষুধ বিক্রয় করার জন্য লাইসেন্স দিয়েছেন। জানা যায় ইউনিয়ন পর্যায়ে সারের সাব- ডিলারের অনুমতি দেন উপজেলা কৃষি কর্মকর্তা। কিন্ত কাদের যে অনুমতি পত্র দেখিয়েছেন তা বীজ ও কীটনাশক বিক্রয়ের অনুমতি পত্র।
তাছাড়া ওই বাজারে পেয়াজ হাটে নুরইসলাম নামে এক ব্যাক্তি দীর্ঘ দিন ধরে অনুমোদন ছাড়া সার ওষুধ বিক্রয় করছেন বলে জানা গেছে।কথিত লাহুড়িয়া ইউনিয়নের অনুমোদন হীন সার ডিলার আব্দুল আলীমের সাথে কথা হলে তিনি বলেন মেসার্স রউফ এন্টারপ্রাইজের মালিক আমি না তবে আমি ওই লাইসেন্সে ব্যাবসা করি, আব্দুল রউফ এর মৃত্যু বিষয়ে জানতে চাইছে প্রথমে তিনি মৃত্যুর ঘটনা এড়িয়ে যাইতে চেষ্টা করেন, এরপরে বলেন আব্দুল রউফ মরার পরে তার ছেলের নামে লাইসেন্স হস্তান্তর করা হয়েছে। ছেলের নাম ঠিকানা জানতে চাইলে তিনি বলেন দশ মিনিট পরে ফোন দিবো,বলে ফোনটি কেটে দেন, এবং সাংবাদিকদের লাহুড়িয়া বাজারে গিয়ে দেখা করতে বলেন। উল্লেখ্য যে তাহলে আব্দুল আলীম মনগড়া ব্যাবসা করেন অথবা উপজেলা কৃষি অফিস কে ম্যানেজ করে তার অবৈধ ব্যাবসা চালিয়ে যাচ্ছেন , অনুসন্ধানে আরো জানা যায় লাহুড়িয়া ইউনিয়নে সকল সার ব্যাবসায়ীদের একটি সেন্ডিকেট গড়ে তুলেছেন এই আলীম।এই আলীমের খুটির জোর কোথায়?
এঘটনায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন এর সাথে কথা হলে তিনি জানান আব্দুল আলিম এর নামে কোনো বিসিআইসি ডিলার সীপ নেই তিনি কি ভাবে ব্যবসা করেন তা আমর জানা নাই।বিষয়টি আমি আমার কতৃপক্ষকে অবগত করবো।