ঢাকারবিবার , ৫ মার্চ ২০২৩

মুশরী থ্রীস্টার শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Siam Hossen
মার্চ ৫, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

   
                       

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

জমজমাট আয়োজনে শেষ হয়েছে মুশরী থ্রীস্টার শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ইং। শনিবার (০৪ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুশরী থ্রীস্টার শিশু নিকেতনের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ তানভীরুল ইসলাম ফয়সাল, অফিস সহকারী, রূপগঞ্জ, এস আর অফিস।

আলহাজ্ব নূরনবী ভূঁইয়ার (প্রতিষ্ঠাতা, হাজী আব্দুররশিদ ভূঁইয়া ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ সালাউদ্দিন ভূঁইয়া) (চেয়ারম্যান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ)।

এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব হাজী মোহাম্মদ আরাফাত আলী, বিশিষ্ট সমাজসেবক, মুশরী, জনাব হাজী মোহাম্মদ রমজান আলী মন্ডল, প্যানেল চেয়ারম্যান, ৮ নং ওয়ার্ড পরিষদ, জনাব মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক, নবগ্রাম, জনাব হাজী মোঃ মোবারক হোসেন, বিশিষ্ট সমাজসেবক, সাহাপুর, জনাব মোঃ নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক, ডিকেএমসি হসপিটাল লিঃ, জনাব মোঃ বাচ্চু মিয়া, বিশিষ্ট সমাজসেবক, সাহাপুর। এছাড়া আরো বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব হাজী মোহাম্মদ তারা মিয়া, জনাব মোঃ বাচ্চু মিয়া, জনাব হাজী মোহাম্মদ খোরশেদ আলম খোকন, জনাব মোঃ আপেল মাহমুদ, জনাব মোঃ খোরশেদ আলম, জনাব হাজী মোহাম্মদ রফিক ভূইয়া, জনাব মোঃ আব্দুল মামুন, জনাব মোঃ ওয়াকিল উদ্দিন ভূঁইয়া।

আমন্ত্রিত অতিথি ছিলেন জনাব মোঃ মাসুম চৌধুরী অপু, প্রচার সম্পাদক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী, জনাব মোঃ হাবিবুল্লাহ, সচিব, রূপগঞ্জ পরিষদ, জনাব মোঃ ইমন হাসান খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ, জনাব মোঃ আব্দুল মামুন, বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ নবগ্রাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন জনাব হাজী মোহাম্মদ সিরাজ মিয়া, জনাব মোঃ জনাব মাসুদ রানা, জনাব মোঃ সোলায়মান মন্ডল।

উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ হামিদ ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাানুরাগী, শিমুলিয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ রুবেল মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, সাহাপুর।

এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোলাইমান ভুঁইয়া, সভাপতি, মুশরী থ্রীস্টার শিশু নিকেতন, মোঃ সেলিম মিয়া, সহ-সভাপতি, মুশরী থ্রীস্টার শিশু নিকেতন। আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ও অভিবাবকবৃন্দ।

শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাপ, বিস্কুট দৌড়, গান, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট নাটকসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদ্‌যাপিত হয়েছে। বিদ্যালয়ের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে প্রায় কয়েক শতাধিক মানুষ স্কুল মাঠে জমায়েত হয়।

অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।