ঢাকারবিবার , ৫ মার্চ ২০২৩

ফরিদ পুর মহানগর বিএনপির বিএনপি পদযাত্রা আহম্মেদ আজম

মোঃ তরিকুল ইসলাম রুবেল
মার্চ ৫, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!
                       

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদ পুর মহানগর বিএনপির পদযাত্রায় উপস্থিত হয়ে এড আহম্মদ আজম বলেন ১০ দফা দাবি আদায়, ও তেল গ্যাস, চাল ডাল, মাছ মাংশ এ সব মানুষের ক্রয় বাহিরে চলে গেছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ পুর বিভাগীয় জনাবা শ্যামাওবায়েত ইসলাম তিনি বলেন আজ দেশ এক মহা সংকট, এ থেকে বাঁচতে হলে এ সরকার কে বিদায় করতে হবে জনগনের সরকার তৈরি করতে হবে। তিনি বলেন বিএনপি চলমান আন্দোলন দেখে আওয়ামী লীগ পাগল মত কথা বলছে । তবে আমাদের আন্দোলন শান্তি প্রিয় আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।