ঢাকারবিবার , ৫ মার্চ ২০২৩

নওগাঁসদর বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

Siam Hossen
মার্চ ৫, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!
                       

উজ্জ্বল কুমার সরকার-নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় শনিবার ০৪ মার্চ, ২০২৩ তারিখ এ বাণিজ্য মন্ত্রণালয় এর সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক ( অতিরিক্ত সচি ব) মহোদয় এর অর্পিত ক্ষমতা বলে, জেলা প্রশাসক মহোদয় এর নির্দেশনায় ও ইউএনও মহোদয় এর সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার আতর হাউজ ও পুরাতন মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্য এর অপরাধ এ ০৩ টি প্রতিষ্ঠান কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৯,০০০/-(নয় হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত অভিযান এ জেলা পুলিশ লাইন এর একটি চৌকষ টিম সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।